advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

সবচেয়ে কম ওজনের শিশু

আমাদের সময় ডেস্ক
১ মার্চ ২০১৯ ০০:০০ | আপডেট: ১ মার্চ ২০১৯ ২১:২৭

জন্মের পর বাঁচার সম্ভাবনাই ছিল না তার। কারণ সে জন্মেছিল মাত্র ২৬৮ গ্রাম ওজন নিয়ে। তবে চিকিৎসকদের চেষ্টায় শিশুটি বর্তমানে সুস্থ। দীর্ঘ ছয় মাস হাসপাতালে থাকার পর গত সপ্তাহে বাবা-মায়ের সঙ্গে বাড়ি ফিরেছে সে। এখন তার ওজন ৩.২ কেজি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের আগস্টে জাপানের টোকিও কিয়ো ইউনিভার্সিটি হাসপাতালে ২৪ সপ্তাহের মাথায় জন্ম হয় ওই শিশুর। এ ব্যাপারে শিশুটির চিকিৎসক ড. টাকেশি আরিমিতসু বলেন, এ পর্যন্ত জন্ম নেওয়া সবচেয়ে ক্ষুদ্রকায় ছেলে নবজাতক ছিল সে। কিয়ো ইউনিভার্সিটি বলছে, জাপানে এক কিলোগ্রামের কম ওজনের নবজাতকের বেঁচে থাকার সম্ভাবনা শতকরা ৯০ ভাগ। কিন্তু ৩০০ গ্রামেরও কম ওজনের নবজাতকের ক্ষেত্রে এ সম্ভাবনা ৫০ শতাংশে নেমে আসে। তবে এত কম ওজনে জন্ম ছেলেশিশুর চেয়ে মেয়েশিশুদের বেঁচে থাকার সম্ভাবনা তুলনামূলক বেশি।