advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

ইঁদুরকে বাঁচাতে ফায়ার সার্ভিস!

আমাদের সময় ডেস্ক
২ মার্চ ২০১৯ ০০:০০ | আপডেট: ৬ মার্চ ২০১৯ ১৪:৪৩

আর দশটা সাধারণ ইঁদুরের মতোই ছিল এই ইঁদুরটি। ছোট্ট আর চঞ্চল। কিন্তু সে আটকে গিয়েছিল ম্যানহোলের ঢাকনায়। আর আকারে বেশ মোটাসোটা হওয়ায় তার গোল পেটটা আটকে গিয়েছিল ঢাকনার খাঁজে।

তাই দেখে ইঁদুরটিকে বাঁচাতে আসে ফায়ার সার্ভিস। প্রায় ২৫ মিনিটের চেষ্টায় উদ্ধার হয় সেই ছোট্ট ইঁদুরটি। ঘটনাটি ঘটেছে জার্মানিতে। খাঁজ কাটা ম্যানহোলের ঢাকনার গর্তে আটকে গিয়ে ওই ইঁদুরের হয়েছিল বেহাল দশা। আর তার এমন করুণ অবস্থা দেখে পথচারীরাই খবর দিয়েছিল ফায়ার সার্ভিসকে।

খবর পেয়ে সত্যি সত্যিই ছুটে আসে তারা। এর পর খাঁজে আটকানো ইঁদুরটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের দক্ষ কর্মীরা। ছাড়া পেয়ে ইঁদুরও চলে যায় খুশিমনে। এখানেই ঘটনার শেষ নয়। উদ্ধার হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ইঁদুরের ছবি। আর সেই সঙ্গে ব্যাপক প্রশংসা কুড়ায় জার্মানির ফায়ার সার্ভিস বিভাগ।