advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

ফোন গরম হওয়া ঠেকানোর ৫ উপায়

১০ মার্চ ২০১৯ ২০:১২
আপডেট: ১০ মার্চ ২০১৯ ২০:১২

ফোনে কথা বলতে বলতে ফোন গরম হওয়া অনেকের সমস্যা। অনেকের ফোন এতটাই গরম হয়ে যায় যে আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ভাবেন ফোনটা ফেটে যাবে না তো।

চিন্তিত না হয়ে কিছু উপায় অবলম্বন করলেই এই সমস্যা থেকে পরিত্রাণ মিলবে। সমাধানগুলো জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

১. সারা রাত ফোন চার্জে দিয়ে রাখার অভ্যাস ত্যাগ করুন। এর ফলে মোবাইল অত্যধিক গরম হয়ে যাওয়া ছাড়াও ব্যাটারির কার্যক্ষমতা কমে পায়।

২. চার্জ দেওয়ার সময় ফোনের কভার অবশ্যই খুলে রাখুন। চার্জ দেওয়ার সময় ফোনে যে তাপ উৎপন্ন হয়, কভার থাকায় তা বেরতে পারে না। ফলে মোবাইল ফোন গরম হয়ে ওঠে।

৩. অন্য ফোনের ব্যাটারি বা অন্য ফোনের চার্জার ব্যবহার না করাই ভালো। এতে হ্যান্ডসেট দ্রুত খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

৪. সরাসরি সূর্যালোকে মোবাইল ফোন দীর্ঘ সময় রাখবেন না। কারণ সূর্যের আলো ফোনের ব্যাটারির ক্ষতি করে।

৫. যেসব অ্যাপ চালালে ফোনের ব্যাটারি দ্রুত খরচ হয় বা ফোন গরম হয়ে ওঠে, সেগুলো ফোন থেকে আনইনস্টল করে দেওয়াই ভালো।