advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

মাধুরীর হাতে থুতু ফেলেছিলেন আমির

১৪ মার্চ ২০১৯ ২১:৫৩
আপডেট: ১৪ মার্চ ২০১৯ ২১:৫৩

থুতু নিয়ে ছোটবেলায় দুষ্টুমি কার না মনে থাকে। কিংবা রাগ করে থুতু ছিটিয়ে দেওয়ার ঘটনা মনে নেই এমন কাউকে হয়তো খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু কখনও কি ভেবেছেন দুনিয়াজোড়া খ্যাতি পাওয়া মানুষগুলোও থুতু নিয়ে মজা করতেন!

হয়তো ভাববেন, না তারা এটা করতে পারেন না, কিংবা করেন না। মজা করতে পারেন, তবে থুতু নিয়ে তো কখনোই নয়। কিন্তু আপনাদের এই ভাবনার ভুল ভেঙেছেন বলিউডের সুপারস্টার অভিনেত্রী মাধুরী দিক্ষীত। আর এতে যিনি নাটের গুরু ছিলেন তিনিও সুপারস্টার, নাম আমির খান।

ঘটনাটি ১৯৯০ সালের। মাধুরী ও আমিরের অভিনীত ‘দিল’ সিনেমা শ্যুটিং সেটে এই ঘটনাটি ঘটে। মাধুরী জানিয়েছেন, একদিন আমির নাকি তাকে বলেছিলেন, তিনি হাত দেখতে জানেন। তাই দেখানোর জন্য মাধুরী হাত বাড়িয়ে দিলে আমির তাতে থুতু ফেলে দৌঁড়ে পালান। এর পর নাকি মাধুরী আমিরের পেছনে হকি স্টিক নিয়ে ধাওয়া করেছিলেন।

এই ঘটনাটি জানা গেছে, মাধুরীরর টুইটার থেকে। কেননা আজ  বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ৫৬তম জন্মদিন। তাই তাকে শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে এই মজার ঘটনা তুলে ধরেন মাধুরী।

জানা গেছে, খুব শীঘ্রই মাধুরীর সঙ্গে 'লাল সিং চাড্ডা' ছবির শ্যুটিং শুরু করবেন আমির।