advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

নিউজিল্যান্ডে মসজিদে হামলায় ৩ বাংলাদেশি নিহত

১৫ মার্চ ২০১৯ ১৩:৫৯
আপডেট: ১৫ মার্চ ২০১৯ ১৭:৪৬

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় দুই বাংলাদেশি হওয়ার খবর পাওয়ার পর বিকেলে আরও এক বাংলাদেশির মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন দূতাবাসের কর্মকর্তারা।  এর আগে দেশটির অকল্যান্ড শহরে নিযুক্ত বাংলাদেশের বিশেষ দূত শফিকুর রহমান ভূঁইয়া দুইজন বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছিলেন।  এর আগে তিন বাংলাদেশি নিখোঁজ হওয়ার যে খবর বেরিয়েছিল তাদের মধ্যে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে হামলায় নিহতদের ব্যাপারে অস্ট্রেলিয়ায় নিযুক্ত (নিউজিল্যান্ডেরও দায়িত্বপ্রাপ্ত) বাংলাদেশি হাই কমিশনার মো. সুফিউর রহমান জানান, ‘বাংলাদেশি কমিউনিটির কাছ থেকে জানতে পেরেছি দুই বাংলাদেশি নিহত হয়েছেন।  তারা হলেন-ড. মো. আবদুস সামাদ, যিনি একজন অ্যাগ্রোইকোনোমিস্ট (কৃষি অর্থনীতিবিদ) এবং আরেকজন হলেন মিসেস হোসনে আরা বেগম, যিনি ড. ফরিদের স্ত্রী।  এছাড়া আরও দুই জন আহত অবস্থায় রয়েছে।  তিন জন এখনও নিখোঁজ।  নিখোঁজদের মধ্যে ড. সামাদের স্ত্রীও রয়েছেন।  ওই মসজিদে তারা নামাজ পড়ছিলেন।’

তবে, নিউজিল্যান্ডের সরকার বা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি দূতাবাসকে কিছু জানায়নি বলেও তিনি উল্লেখ করেন।

আজ শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের হাগলি ওভালে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট খেলতে নামার কথা ছিল সেদেশে অবস্থারকারী বাংলাদেশ ক্রিকেট টিমের। হ্যাগলি ওভালের খুব কাছেই আল নূর মসজিদে আজ শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে সন্ত্রাসী হামলা হয়।  অনুশীলন শেষ করে ওই মসজিদে জুমার নামাজ আদায় যান বাংলাদেশের খেলোয়াড়রা।  মসজিদে খেলোড়দের প্রবেশের মুহূর্তে স্থানীয় এক নারী তাদের ভেতরে ঢুকতে নিষেধ করেন।  মসজিদে সন্ত্রাসী হামলার কথা জানান তিনি। ফলে আতঙ্কিত হয়ে আবারও স্টেডিয়ামে ফিরে যান খেলোয়াড়রা।