ইস্পাহানি ফুডস ইস্পি পাউডার ড্রিংকের পৃষ্ঠপোষকতায় পঞ্চমবারের মতো শুরু হয়েছে ইন্টার স্কুল সিক্স-এ সাইড ফুটবল টুর্নামেন্ট। দেশের ২৪টি মাধ্যমিক স্কুল এতে অংশ নিচ্ছে। টুর্নামেন্ট চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার দেশের পাঠকপ্রিয় ও বহুল পঠিত পত্রিকা দৈনিক আমাদের সময়। পল্টনে হ্যান্ডবল স্টেডিয়ামে গত আসরের চ্যাম্পিয়ন বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজ এবং মতিঝিল আইডিয়াল স্কুলের ম্যাচ দিয়ে শুরু হয় টুর্নামেন্ট।
এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক দুই ফুটবলার হাসানুজ্জামান বাবলু ও শেখ মোহাম্মদ আসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি ফুডস লিমিটেডের ডিরেক্টর মির্জা আহমেদ ইস্পাহানি। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের জন্য ট্রফি ছাড়াও প্রাইজমানি থাকছে। একদিকে ম্যাচ চলছে, স্টেডিয়ামের বাইরে ছোট্ট গ্রাউন্ডে অনুশীলন করছে প্রতিযোগী অন্য স্কুলের শিক্ষার্থীরা। গ্যালারিতেও সাজ সাজ রব। নিজ নিজ স্কুলের সমর্থনে মাঠে উপস্থিত শত শত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকরাও। ফুটবল নয় যেন মিলনমেলা। প্রথমবারের ৮টি স্কুল নিয়ে টুর্নামেন্ট শুরু হলেও পঞ্চম আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪টিতে। টুর্নামেন্টটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্য আয়োজকদের।
এ ব্যাপারে ইস্পাহানি টি লিমিটেডের মহাব্যবস্থাপক ওমর হান্নান জানান, আমরা চাইছি বাংলাদেশ এক সময় বিশ^কাপে খেলবে। আমরা সে উদ্দেশ্যেই এগোচ্ছি। পাঁচ বছর ধরে এটা করছি। প্রথম বছর ৮টি বিদ্যালয় নিয়ে করেছিলাম। এবার ২৪টি বিদ্যালয় অংশ নিয়েছে। এ বছর আরও অনেক অনুরোধ ছিল। স্থান সংকুলানের জন্য সম্ভব হয়নি। আগামী বছর আরও বড় পরিসরে করব। আগামী বছর বিভাগওয়ারি খেলা হবে।