advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

তামিমের প্রশ্নে বিপাকে সাংবাদিক (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০১৯ ১২:০০ | আপডেট: ২০ এপ্রিল ২০১৯ ১৯:৪০

তামিম ইকবাল বাংলাদেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। তার ব্যাট হাসলে হাসে পুরো বাংলাদেশও। মাঠে বিশ্বের বাঘা বাঘা বোলারদের তুলোধুনো করেন সহজেই, আর মাঠের বাইরেও তামিম অনেক বুদ্ধিদীপ্ত। আর তা বোঝা গেল এক সংবাদকর্মীকে করা তামিমের প্রশ্ন দেখেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় তামিম বলছেন, এই যে আপনারা আজব আজব  নিউজ করেন, এটা কি ঠিক? মানুষদের আপনারা বিপদে ফেলে দেন, এর রহস্যটা কী?

জবাবে ওই সংবাদকর্মী বাস্তব কোনো ঘটনা ছাড়া নিউজ করেন না এমন দাবি করলে  তামিম বলেন, ‘উদাহরণ দিতে চাইলে আপনিই বিপদে পড়ে যাবেন।’

এই সংবাদকর্মীকে তামিমের বিরুদ্ধে না জেনে জাতীয় সংগীত গাইতে না আসার একটা সংবাদ প্রকাশ করার কথাও বলেন। এ ছাড়া চন্ডিকা হাথুরুসিংহের কোচিং চলাকালীন একটি বিতর্কের প্রসঙ্গ টেনে নিজের অবস্থান পরিষ্কার করেন বাঁহাতি এই ওপেনার।

দুজনের কথোপোকথনের এই ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। অনেকেই তামিমের প্রশংসা করছেন প্রশ্ন করে সাংবাদিককে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়ার কারণে।