advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

বাড়ি ফেরা হলো না তামিমের

২১ এপ্রিল ২০১৯ ১৬:৩৭
আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৬:৩৭

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে নাঙ্গলকোট পৌর সদরের দৌলতপুর গ্রামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নাঙ্গলকোট উপজেলার শ্রীহাস্য গ্রামের ওসমান মিয়ার ছেলে তামিম কয়েকদিন আগে নানা অলি মিয়ার বাড়িতে বেড়াতে যায়। কিন্তু রোববার সকাল থেকেই শিশুটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মামা শহিদুল ইসলাম। তিনি জানান, রোববার ১০টার পর থেকে তামিমকে খোঁজা-খুঁজি করতে থাকি। পরে মসজিদের পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।