advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

খবরগুলো শুনতে আর ভালো লাগে না : মুশফিক

২১ এপ্রিল ২০১৯ ১৭:৩৩
আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ২২:০১

শ্রীলংকায় হামলা নিয়ে গভীর শোক প্রকাশ করে টুইট করেছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আজ রোববার ক্রিকেট প্রতিবেশী দেশে বোমা হালার ঘটনায় মর্মাহত হয়েছেন এই ক্রিকেটার।

দুপুর ২টা ২৫ মিনিটে টুইটারে মুশফিকুর রহিম লেখেন; ‘এই খবরগুলো শুনতে আর ভালো লাগে না। বোমা হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি রইল। এসব ঘটনা প্রমাণ করে পৃথিবীতে কোনো দেশই এখন আর নিরাপদ নয়।’

মুশফিকের টুইটে মন্তব্য করেন তার শতাধিক ফলোয়ার। সকলেই তাদের মন্তব্যে শ্রীলংকার এ ট্রাজেডিতে নিন্দা ও শোক বার্তা জানান।

আজ রোববার সকালে খ্রিষ্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কায় ৬টি এলাকায় গির্জা ও হোটেলে বোমা বিস্ফোরণে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৮০ জনে দাঁড়িয়েছে। রাজধানীর কলোম্বসহ এর কাছাকাছি ছয়টি স্থানে এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই সেনা মোতায়েন করেছে দেশটির সরকার।