বর্তমানে টিভি নাটকের শীর্ষ অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। বিশেষ দিবসের নাটক-টেলিছবিতে অভিনয়ের বাইরে বিজ্ঞাপনের মডেল হিসেবেও মাঝে মধ্যে দেখা মেলে তার। সেই ধারাবাহিকতায় মেহেদির নতুন একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। এতে মেহজাবিনের বিপরীতে ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো।
বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। সম্প্রতি রাজধানীর কোক স্টুডিওতে রাঙাপরী মেহেদির নতুন বিজ্ঞাপনচিত্রটির শুটিং শেষ হয়েছে। আজ থেকে দেশের বিভিন্ন স্যাটেলাইট টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা। মেহজাবিন বলেন, ‘সামনেই রোজা, তার পর ঈদ। আর ঈদ মানেই মেহেদির আলাদা গ্রহণযোগ্যতা। নতুন এ বিজ্ঞাপনচিত্রে আমাকে ভিন্ন লুকে দর্শক দেখতে পাবেন। আশা করি, বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’