advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
Dr Shantu Kumar Ghosh
advertisement
advertisement

সেই মোকাব্বির গণফোরামের কাউন্সিলে

নিজস্ব প্রতিবেদক
২৬ এপ্রিল ২০১৯ ১৮:৪৮ | আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৮:৪৮

দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেওয়া গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান দলের পঞ্চম কাউন্সিলে যোগ দিয়েছেন।

আজ শুক্রবার সকালে মহানগর নাট্যমঞ্চে দলের সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে কাউন্সিল শুরু হয়। সেখানেই দেখা যায় মোকাব্বির খানকে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের টিকিটে সিলেট-২ আসন থেকে নির্বাচিত হন মোকাব্বির। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি। পরে ২০ এপ্রিল গণফোরাম কেন্দ্রীয় কমিটির বৈঠকে ‘গঠনতন্ত্র ভঙ্গ এবং দলীয় কর্মকাণ্ডবিরোধী’ পদক্ষেপের জন্য মোকাব্বিরকে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

মোকাব্বির আজকের কাউন্সিলে যোগ দেন এবং ড. কামালের তিন আসন পরই মঞ্চে বসেন, যা দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।

দলের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে কামাল হোসেন মোকাব্বির ইস্যুতে “দ্বিমুখী রাজনীতি” করছেন। কাউন্সিলে মোকাব্বিরের উপস্থিতির প্রতিবাদে আমি তা বর্জন করে বেরিয়ে এসেছি।’