সামিট এলএনজি টার্মিনাল কোম্পানি লিমিটেড (এসএলএনজি) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা শুরু করেছে। গত সোমবার রাত ১০টায় প্রতিষ্ঠানটির ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) সফলভাবে কমিশনিং সম্পন্ন করেছে। তারা ৫০০ মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসে রূপান্তরিত করে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে।
সামিট গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, আমাদের ‘সামিট এলএনজি’র ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে সাহায্য করবে। মুক্ত বাজার অর্থনীতিতে চাহিদা এবং সরবরাহ দাম নির্ধারণ একটি বড় বিষয়। যদিও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনই ন্যায্য দাম নির্ধারণ করবে।
একমাত্র ন্যায্য দামই নিরবচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে পারে। তিনি এ সুযোগ প্রদানের জন্য বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।