কারাবন্দি যুদ্ধপিরাধী ইসমাঈল হোসেন (৭০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে তার মৃত্য হয়। লাশটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি জানিয়েছেন।
কারারক্ষী রবিউল জানান, ইসমাঈল হোসেনের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মালেকাবাদ গ্রামে। তার বাবার নাম মৃত আমির আলী।
তিনি আরও বলেন, গতকাল দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।