advertisement
advertisement

বেপরোয়া বাস-ট্রাক কাড়ল ৪ জনের প্রাণ

আমাদের সময় ডেস্ক
২৫ মে ২০১৯ ০০:০০ | আপডেট: ২৫ মে ২০১৯ ০০:০৫
advertisement

বেপরোয়া বাস ও ট্রাকচাপায় গতকাল শুক্রবার ছুটির দিনে সড়কে প্রাণ গেছে চার জনের। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়া থেকে সিএনজিযোগে কিশোরগঞ্জ যাওয়ার পথে গতকাল সকাল ৬টার দিকে অনন্যা পরিবহনের একটি বেপরোয়া যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত ও চার জন গুরুতর আহত হন। নিহতরা হলেন উপজেলার সদর ইউনিয়নের খোদাদিয়া গ্রামের বলদাবাজার এলাকার ফকির চানের ছেলে সোহেল (৪০) ও শ্রী রবেনের ছেলে সুশান্ত (৪০)।

পাবনা : পাবনা-ঈশ্বরদী সড়কের ঈশ্বরদী উপজেলার ঢুলটি এলাকায় গতকাল সকাল সাড়ে ৮টার দিকে বাইসাইকেল আরোহী হামিদুর প্রামাণিককে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। হামিদুরের বাড়ি উপজেলার ভাদুর বটতলা এলাকায়।

বেড়া : পাবনা বেড়া সিঅ্যান্ডবি গোলচত্বরে গতকাল সকাল ১০টার দিকে ট্রাকচাপায় অটোভ্যানচালক মো. নাছির উদ্দিন নিহত হন। তিনি বেড়া উপজেলার চাকলা গ্রামের রহিম প্রামাণিকের ছেলে।

advertisement
Evall
advertisement