বগুড়া-৬ উপনির্বাচনে দলের জেলা আহ্বায়ক জিএম সিরাজকেই ধানের শীষের প্রার্থী হিসেবে চূড়ান্ত করতে যাচ্ছে বিএনপি। ইতোমধ্যে দলের হাইকমান্ড সিরাজকে সার্বিক প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির জেলা আহ্বায়ক সাবেক এমপি জিএম সিরাজ, সাবেক জেলা সভাপতি ও পৌর মেয়র একেএম মাহবুবর রহমান, সাবেক জেলা সভাপতি রেজাউল করিম বাদশা মনোনয়নপত্র জমা দেন। গতকাল জানতে চাইলে জিএম সিরাজ আমাদের সময়কে বলেন, আমরা যে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছি, তাদের মধ্যে আমি তালিকার প্রথমে রয়েছি।
বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, সব দিক বিবেচনা করে জিএম সিরাজকেই প্রার্থী করা হচ্ছে। আরও যাচাই-বাছাইয়ের পর চূড়ান্তভাবে তাকে চিঠি দেওয়া হবে।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র তোলার কথা বলেছিলেন। তবে গত বুধবার চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার আমাদের সময়কে জানান, চেয়ারপারসনের কাছে বগুড়া-৬ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র পাঠানো হলেও তিনি স্বাক্ষর করেননি।
এদিকে খালেদা জিয়া প্রার্থী হতে রাজি না হওয়াসহ তার ক্ষোভ প্রকাশের বিষয়টি আমলে নিতে দলের কোনো কোনো নেতা দলের হাইকমান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন। বগুড়া-৬ উপনির্বাচনে তাকে প্রার্থী করার খবরে খালেদা জিয়া বিস্মিত হন। তার সঙ্গে দেখা করতে যাওয়া বিশেষ দূতকে তিনি বলেন, নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত কে নিল? আমি তো কিছুই জানি না। আমাকে কেন বিষয়টি জানানো হয়নি। নেতাকর্মীরা বলছেন, বগুড়ায় প্রার্থী না হয়ে খালেদা জিয়া একটি বার্তা দিয়েছেন। এ সরকারের অধীনে কোনো নির্বাচন নয় এবং তাদের সঙ্গে সমঝোতা যে তিনি করতেন চান না তা স্পষ্ট করেছেন। এ অবস্থায় বগুড়া উপনির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি আরও ভাবনার প্রয়োজন আছে বলে মনে করেন নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।