Paran Frooto
advertisement
Paran Frooto
advertisement
advertisement

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির চোখ রাঙানি

মামুন হোসেন
১২ জুন ২০১৯ ০০:০০ | আপডেট: ১২ জুন ২০১৯ ০১:১৩
advertisement

বিশ্বকাপ দিয়েই অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে লড়াইয়ের শুরু। সেই ১৯৭৫ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে। সব শেষ ২০১৫ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপেও লড়েছে দুদল। শুরুর মতো শেষটাও জয়ে রাঙায়েছিল সর্বাধিক পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

প্রথম বিশ্বকাপের পর দ্বিপক্ষীয় সিরিজসহ আরও অনেক ম্যাচেই মুখোমুখি হয়েছে ক্রিকেটবিশ্বের দুই পরাশক্তি। দুই দশক আগেও ইংল্যান্ডের মাটিতে বিশ্ব আসরে লড়েছে তারা। ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছিল স্টিভ ওয়াহ-রিকিং পন্টিংরা।

সেই ইংল্যান্ডের মাটিতে আজ আবার বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টনটনে বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ আসর শুরু করে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় পায় অ্যারন ফিঞ্চের দল। এর পর ওয়েস্ট ইন্ডিজকে ১৫ রানে হারিয়ে টানা দুই জয়ের স্বাদ পায় শিরোপাপ্রত্যাশীরা।

তবে তৃতীয় ম্যাচ গিয়ে আর পেরে ওঠেনি। ভারতের কাছে ৩৬ রানে হেরে বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পায়। ৩ ম্যাচে ২ জয় এবং ১ হারে অজিদের সংগ্রহ এখন ৪ পয়েন্ট। টেবিলে চার নম্বরে অবস্থান। ৩ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে নিউজিল্যান্ড। পরের দুই অবস্থানে স্বাগতিক ইংল্যান্ড এবং ভারত। আজ পাকিস্তানকে হারালে পয়েন্ট টেবিলের ওপরের দিকে ওঠার পাশাপাশি সেমিফাইনালে যাওয়ার পথটাও মৃসণ হবে। তবে টনটনে শুধু প্রতিপক্ষ নয়; বৃষ্টিও বাধা হয়ে দাঁড়াতে পারে।

আবহাওয়ার রিপোর্ট বলছে টনটনে বৃষ্টির জোর সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে তিনটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। শেষ পর্যন্ত টনটনে বৃষ্টির জয় হলে দুদলের ভাগের সমান ১ পয়েন্ট করে যোগ হবে। পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই সরফরাজ আহমেদের দল। ইতোমধ্যে ৩ ম্যাচ খেলা হয়ে গেছে। তাতে মাত্র ৩ পয়েন্ট। ১ জয়, ১ হার এবং ১ ম্যাচ পরিত্যক্ত (পয়েন্ট ভাগ)। সেমিফাইনালে যেতে হলে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই দলটির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লজ্জার ৭ উইকেটের হার দিয়ে কুড়ি উনিশ বিশ্বকাপ শুরু পাকিস্তানের।

দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে নিজেদের শক্তির জানান দেয় সরফরাজ, হাফিজ, আমিররা। শ্রীলংকার সঙ্গে তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায়। সেখান থেকে ১ পয়েন্ট পায় পাকিস্তান। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিও যদি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, সে ক্ষেত্রে অস্ট্রেলিয়ার চেয়ে ক্ষতি বেশি হবে পাকিস্তানেরই।

advertisement