advertisement
International Standard University
advertisement
Azuba
advertisement
advertisement
advertisement
advertisement

শিল্পকলায় ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’

বিনোদন সময় প্রতিবেদক
১৬ জুন ২০১৯ ০০:০০ | আপডেট: ১৬ জুন ২০১৯ ০৯:৪৮
advertisement

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাটের ২৯তম প্রযোজনা ‘ট্র্যাজেডি পলাশবাড়ি’। রচনা ও নির্দেশনায় আজাদ আবুল কালাম। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন পারভিন সুলতানা কলি, পারভিন পারু, রিফাত আহমেদ নোবেল, মো. রফিক, প্রদ্যুৎ কুমার ঘোষ, সুদীপ বিশ্বাস, গোপী দেবনাথ, মনির প্রমুখ।

২০০৫ সালের ১১ এপ্রিল গভীর রাতে সাভারের পলাশবাড়িতে ধসে পড়ে স্পেকট্রাম সোয়েটার অ্যান্ড নিটিং ফ্যাক্টরি। সে সময় ফ্যাক্টরিতে রাতের শিফটে কাজ করছিলেন শতাধিক কর্মী। সেই ঘটনায় নিহত হয় ৬৪ জন। তদন্ত কমিটির রিপোর্টে জানা যায়, কোনো রকম ঝুঁকি মোকাবিলার ব্যবস্থা ছাড়াই ঘটনার তিন বছর আগে ফ্যাক্টরিটি তৈরি হয়েছিল একটি জলাভূমির ওপর।

‘ট্র্যাজেডি পলাশবাড়ি’ সেই ঘটনাকেই কেন্দ্রীভূত করে লেখা, যেখানে একক চরিত্র তারাভান। সেদিনের নাইট শিফটে কাজ করতে আসা কর্মীদেরই প্রতিচ্ছবি।

advertisement