দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বৃষ্টির আগ পর্যন্ত সঠিক পথেই ছিল আফগানিস্তানের ইনিংস। টপ অর্ডাররা খেলছিলেন দেখেশুনে। কিন্তু বৃষ্টিতে ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পরই বদলে গেল দৃশ্যপট। ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে ১২৫ রানেই থেমে যায় আফগান ইনিংস। টার্গেটে খেলতে নেমে সহজেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।
কার্ডিফের সোফিয়া গার্ডেনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ১২৫ রানে অলআউট হয়েছে আফগানরা। দলের পক্ষে রশিদ খান সর্বোচ্চ ৩৫ এবং নুর আলি জাদরান ২২ রানের ইনিংস খেলেন।
টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় পেতে বৃষ্টি আইনে ১২৭ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ২৮.৪ ওভারেই জয় পায় দক্ষিণ আফ্রিকা।
ডি ককের ৬৮ রানের ইনিংস জয়ে ভিত গড়ে দেয় প্রোটিয়াদের। আমলা ৪১ এবং ফেলুকাও ১৭ রানে অপরাজিত ছিলেন।