Paran Frooto
advertisement
Paran Frooto
advertisement
advertisement
advertisement

কিছু না বলেই চলে গেলেন রোডস

ক্রীড়া প্রতিবেদক
১১ জুলাই ২০১৯ ১৯:৫০ | আপডেট: ১২ জুলাই ২০১৯ ০২:১৬
ছবি : সংগৃহীত
advertisement

বাংলাদেশ দলের প্রধান কোচ হয়ে স্টিভ রোডস এসেছিলেন গত বছরের জুনে, বিদায় নিলেন বৃহস্পতিবার। মাঝের এক বছরের  সময়টা তার জন্য খারাপ ছিল না। তবুও বিদায় নিতে হলো তাকে।

বিশ্বকাপে টাইগারদের হতশ্রী পাফর্মেন্সের কারণে চুক্তির আগেই চাকরি হারিয়েছেন এই ইংলিশ কোচ, এ খবর পুরোনো। কিন্তু আজ রোডস চলে গেলেন নিরবে। গণমাধ্যমবান্ধব এই কোচ আজ বিদায় বেলায় গণমাধ্যমকে এড়িয়ে গেলেন।  বিসিবিতে সাংবাদিকরা প্রশ্ন করলেও তিনি কোনো উত্তর দেননি।

স্টিভ রোডসের বিসিবিতে আসা প্রসঙ্গে সংস্থাটির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, 'এটি আসলে একটি ফরমালিটি ছিল। আমাদের ইন্টারনাল প্রোসেস ছিল, সেগুলো আমরা শেষ করলাম। উনি সম্ভবত আজকে বাংলাদেশ থেকে চলে যাচ্ছেন।'

যাওয়ার আগে কিছু বলেছেন কি না, এমন প্রশ্নে বিসিবি সিইও বলেন,
যখন চুক্তিটি শেষ দিকে থাকে তখন তো উপদেশের কিছু নেই। তার মতে, 'যেহেতু তিনি সরাসরি জাতীয় দলের সাথে কাজ করেছেন, তাই আমাদের ভালোই দেখতে চান।’

এর আগে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন রোডসকে বিদায় দেওয়ার কারণ জানাতে গিয়ে বলেছিলেন, ‘মনে হয় না শুধু এই সিরিজের (বিশ্বকাপ) জন্য স্টিভকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু এক বছর ধরে সে এখানে কাজ করছিল, তার সাথে আমরা সমঝোতার মধ্যে গিয়েছি বোর্ড থেকে। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ভাই বলেছেন, সিইও বলেছেন। হয়তো বোর্ডের যে প্রত্যাশা তা পূরণ হচ্ছিল না তার কোচিংয়ে। এজন্যই সেটা হয়েছে।’

২০১৮ সালের ২২ জুন থেকে মাশরাফীদের কোচের দায়িত্বে ছিলেন রোডস। প্রায় ১৩ মাস কাজ করেছেন টাইগারদের নিয়ে। কিন্তু বিশ্বকাপে খারাপ পারফর্মেন্সের কারণে পূর্ণ মেয়াদ থাকতে পারলেন না। এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশ বিদায় নেয় শেষ চারে ওঠার আগেই। আট ম্যাচ খেলে তিন জয়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান আট নম্বরে।

advertisement
Evall
advertisement