advertisement
advertisement

বিয়ে করলেন ইশানা

১২ জুলাই ২০১৯ ০০:০০
আপডেট: ১২ জুলাই ২০১৯ ০০:১৪
advertisement

বিয়ে করলেন লাক্স তারকা ঈশানা। বর সারিফ চৌধুরী পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার। থাকেন অস্ট্রেলিয়ার সিডনিতে। গত ১০ জুলাই বাদ আছর গুলশান আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঈশানা ও সারিফের আকদ সম্পন্ন হয়। রাতে রাজধানীর বনানী ক্লাবে ঘরোয়া আয়োজনের মধ্যদিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। আগামী কয়েকমাস পর বড় পরিসরে তাদের দুজনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। ঈশানা বলেন, ‘আমাদের সম্পর্ক দুই বছরের। সম্প্রতি সারিফ ঢাকায় আসে। ১৩ জুলাই সিডনি ফিরে যাবে। সঙ্গে আমিও যাব। সেজন্য দুই পরিবারের সম্মতিতে বিয়েটা সেরে ফেলতে হলো।’

advertisement
Evall
advertisement