শিল্পায়নের মাধ্যমে কমর্সংস্থানের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ রোববার সকালে রাজধানীর রেডিসন হোটেলে কাদেরিয়া টেক্সটাইল মিল পিপিপি (পাবলিক প্রাইভেট পাটর্নারশিপ) আওতায় ওরিয়ন গ্রুপের কাছে হস্তান্তর করার লক্ষ্যে ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইল ও বিটিএমসির মধ্যে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিটিএমসি’র পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসির) চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ কামরুজ্জামান এবং ওরিয়ন গ্রুপের পক্ষে ওরিয়ন কাদেরিয়া টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘পিপিপি’র মাধ্যমে দেশের শিল্পায়ন এগিয়ে যাব। প্রাইভেট সেক্টরে এসব বন্ধ মিল সমূহ হস্তান্তরের মাধ্যমে যেমন উৎপাদনশীলতা বাড়বে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বাংলাদেশ পিপিপি মডেলে সফল একটি দেশ। বিজেএমসি ও বিটিএমসি’র মতো লোকসানের সেক্টরগুলোকে পিপিপি মডেলের মাধ্যমে উৎপাদনের ধারায় ফিরিয়ে নিতে হবে। প্রত্যেক বছর বাংলাদেশর বাজেট বাজেটের আকার বাড়ছে।’
তিনি বলেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরের জন্য শিল্পায়নের কোনো বিকল্প নাই। এ ছাড়াও দেশের বেকার সম্যসা দ্রুত দূর করতে জরুরি ভিত্তিতে শিল্পায়নের মাধ্যমে কমর্সংস্থানের ব্যবস্থা করতে হবে। ‘
মন্ত্রী আরও বলেন, ‘দেশের প্রবৃদ্ধির হার বাড়াতে হলে প্রাইভেট সেক্টরকে আরও গতিশীল করতে হবে। সে লক্ষ্যে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশই প্রথম পিপিপির মাধ্যমে দেশের বন্ধ টেক্সটাইলগুলো চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ এসব মিলগুলো পুনরায় চালু হলে এসব শিল্প প্রতিষ্ঠানে নতুন নতুন কমর্সংস্থানের সুযোগ তৈরি হবে। ’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সচিব রীনা পারভীনসহ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।