চলছে শোকের মাস আগস্ট। এই মাসে বঙ্গবন্ধু ও পরিবার-পরিজনদের নির্মম হত্যাকা- নিয়ে গবেষণালব্ধ নাটক মহাপ্রয়াণের শোক আখ্যান ‘শ্রাবণ ট্র্যাজেডি’র ১৫তম প্রদর্শনী করবে মহাকাল নাট্যসম্প্রদায়। অফিসার্স ক্লাব, ঢাকা আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ ১৫ আগস্ট সন্ধ্যায় বেইলি রোডস্থ ক্লাবের নিজস্ব মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক আনন জামান রচিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্ট্যাডিস বিভাগের সহকারী অধ্যাপক আশিক রহমান লিয়নের পরিকল্পনা ও নির্দেশনায় ‘শ্রাবণ ট্র্যাজেডি’ মহাকাল নাট্যসম্প্রদায়ের ৪০তম প্রযোজনা।