advertisement
advertisement

চিতাকে তাড়াল বাসার কুকুর

১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:০০
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ০০:০৫
advertisement

চিতা বাঘের হিংস্রতার খবর কে না জানেন! যার নাম শুনলেই বুক শুকিয়ে কাঠ, আর সেই চিতা বাঘই নাকি কুকুরের ঘেউ ঘেউ শুনে দৌড়ে পালাল। ঘটনাটি ঘটেছে ভারতের কর্নাটক রাজ্যে। অনলাইনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, একটি চিতা বাড়ির গেটের কাছে পৌঁছে গেছে। তখনই ওই বাসার পোষা কুকুর ঘেউ ঘেউ করে, আর এতেই চিতাটি চলে যায়। গত রবিবার রাজ্যের শিভামো¹া জেলার থিরথাহালি শহরে এ ঘটনা ঘটে। সেখানকার সিসিটিভি ফুটেজে ঘটনাটি রেকর্ড করা হয়। সেখানকার স্থানীয় লোকজন জানেন যে, আশপাশে চিতার উৎপাত রয়েছে। এ কারণে সেভাবেই বাসাবাড়ি তৈরি করা হয়, যাতে চিতা বাড়িতে প্রবেশ করতে না পারে। বার্তা সংস্থা এএনআই ভিডিওটি শেয়ার করে। ষহিন্দুস্তান টাইমস

advertisement
Evall
advertisement