অনিয়মিত বেতন, ছাঁটাইসহ সংবাদকর্মীদের নানামুখী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান। গতকাল দুপুরে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর বার্তাপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন।
চ্যানেলগুলোর বার্তা বিভাগের প্রধানরা নিজেদের সমস্যা তুলে ধরে বলেন, গণমাধ্যমে এখন অস্থির সময় চলছে। সংবাদকর্মীরা নিয়মিত বেতন পাচ্ছেন না, বিনানোটিশে যখন-তখন ছাঁটাই হচ্ছে। মেধাবী শিক্ষার্থীরা সাংবাদিকতায় আসছে না। এ অবস্থা থেকে
উত্তরণের জন্য তারা তথ্য প্রতিমন্ত্রীর সহযোগিতা চান। সাংবাদিকদের বক্তব্যের প্রতিক্রিয়ায় তথ্য প্রতিমন্ত্রী সমস্যা সমাধানে কাজ করার আশ্বাস দেন।