নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতামূলক পরামর্শ দিয়েছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। গতকাল রাজধানীর বেইলী রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের সড়ক পারাপার নিয়ে আইন, নিয়ম ও পদ্ধতি সম্পর্কে পরামর্শ দেন।
তিনি বলেন, সড়ক ব্যবহারে বিভিন্ন স্থানে যেসব নির্দেশক সাইন থাকে, এগুলো সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে। গাড়ি থামার পরই জেব্রাক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে। সড়কে ওভারব্রিজ এবং আন্ডারপাস থাকলে সেগুলো ব্যবহার করতে হবে। হাঁটার সময় ফুটপাত ব্যবহার করতে হবে। রাস্তা পারাপারে অবশ্যই গাড়ির গতি দেখে সিদ্ধান্ত নিতে হবে।
ইলিয়াস কাঞ্চন শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য সরকারের দেওয়া নির্দেশনা নিয়েও আলোচনা করেন।
তিনি সব শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ সড়ক ব্যবহার সম্পর্কে আরও বেশি সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান।