নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য চার সদস্যের প্রতিনিধি দল এখন পাকিস্তানে। সামনে বাংলাদেশ নারী দল ও অনূর্ধ্ব-১৬ দলের সিরিজ রয়েছে। এর আগে পাকিস্তানের নিরাপত্তা পর্যবেক্ষণ করার জন্যই গত বৃহস্পতিবার পাকিস্তানের করাচিতে পৌঁছে বাংলাদেশের প্রতিনিধি দল। পাকিস্তানের দ্য নিউজ ইন্টারন্যাশনালের সূত্রে জানা যায়, বাংলাদেশের চার সদস্যের নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিনিধি দলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেউ নেই। চার জনই হলেন বাংলাদেশ সরকার ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আন্তর্জাতিক পরিচালক জাকির খান এবং নিরাপত্তা ম্যানেজার কর্নেল ওসমান আনওয়ারি প্রতিনিধি দলকে বরণ করে নেন। বাংলাদেশের প্রতিনিধি দল করাচির জাতীয় স্টেডিয়াম পর্যবেক্ষণের পর লাহোর ও রাওয়ালপিন্ডি যাবে। নিরাপত্তা পর্যবেক্ষণ প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর নির্ভর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও অনূর্ধ্ব-১৬ দল পাকিস্তান সফরে যাবে কিনা। নারী দলের সফরের ওপর নির্ভর করবে বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলের সফরের ভবিষ্যৎও। আগামী ২৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে ম্যাচের সিরিজের সূচি রয়েছে বাংলাদেশ নারী দলের। রাওয়ালপিন্ডিতে সিরিজ খেলার সূচি রয়েছে অনূর্ধ্ব-১৬ দলের। উল্লেখ্য, ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলেছে পাকিস্তান। ২০০৮ সালের পর পাকিস্তানে খেলতে যায়নি বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। যদিও ২০১৫ সালে পাকিস্তানে বাংলাদেশ নারী ক্রিকেট দল খেলেছে। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর বাংলাদেশের জাতীয় পুরুষ ক্রিকেট দলকে পাঠায়নি বিসিবি।