১৪ বছর ধরে বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা রাফায়েল নাদালের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন মেরি পেরলো। তাদের মধ্যে আংটি দেওয়া-নেওয়াও হয়ে গেছে বেশ কয়েক মাস আগেই। অবশেষে আজ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নাদাল-পেরলো জুটি।
মায়োর্কায় একটি ব্রিটিশ মহলে বিয়ে করতে চলেছেন নাদাল। কিছু দিন আগেই রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা গ্যারেথ বেলের বিয়েও এখানেই হয়েছিল। বিয়েতে ৩৫০ জনকে আমন্ত্রণ জানিয়েছেন নাদাল। ২০০৫ সাল থেকে মেরি নাদালের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ১৪ বছরের সম্পকর্“কে এবার সাতপাকের বাঁধনে বেঁধে ফেলতে তৈরি স্প্যানিয়ার্ড। মেরি একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। নাদালের খেলার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত তিনি। নিয়মিত গ্যালারিতে হাজির থেকে তার ভালোবাসার মানুষের জন্য গলা ফাটিয়েছেন, কাটিয়েছেন ছুটি। এখন থেকে তারই সঙ্গে বাকি জীবনের প্রতিটা মুহূর্ত ভাগাভাগি করে নিতে চলেছেন তিনি।