ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। গতকাল বিকালে সনজিত-সাদ্দাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কিছু শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও আর্থিক অসচ্ছলতার কারণে নানামুখী জটিলতার সম্মুখীন হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ মেধাবী এই শিক্ষার্থীদের পাশে সর্বাবস্থায় রয়েছে।
বিজ্ঞপ্তিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষে উত্তীর্ণ কোনো শিক্ষার্থী যদি আর্থিক অসচ্ছলতাজনিত সমস্যার সম্মুখীন হয়, তাহলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়।