বগুড়ার আদমদীঘি উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে এক তরুণী (২৩) গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার সন্ধ্যায় শাহিনুর ওরফে ধলু (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধলুর গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলায়। তিনি আদমদীঘিতে শ্রমিকের কাজ করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েকদিন আগে চাঁনমিয়া নামে এক ব্যক্তি বিদেশ থেকে দেশে আসেন। এরপর তিনি তার বাড়িতে শ্যালিকাকে রেখে স্ত্রীসহ শ্বশুরবাড়ি চুড়াডাঙ্গায় বেড়াতে যান। সোমবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে পার্শ্ববর্তী জনৈক নুরুলের চাতালের দুই শ্রমিক বাড়ির ছাদ টপকে ঘরে ঢুকে ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করেন।
ওসি আরও জানান, ঘটনাটি জানাজানি হলে একটি মহল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে বিকেলে তিনি বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় কৌশলে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে শাহিনুরকে আটক করেন।
এ ঘটনায় সোমবার রাতে দুইজনকে আসামি থানায় করে একটি মামলা দায়ের হয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।