নওগাঁর সদর উপজেলায় ট্রাকচাপায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বটতলী ডাক্তারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৱ
তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কে বটতলী ডাক্তারের মোড় এলাকায় ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই মা ও মেয়ের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় আহত দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।