বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশ দানবের হাতে পড়েছে। শেয়ার মার্কেট ও ব্যাংকের টাকা সব লুট করে নিয়েছে। শিক্ষাব্যবস্থা ধ্বংসসহ সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে।’ গতকাল সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী
উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দুঃসময়ে হাজার হাজার মাইল দূর থেকে দল পরিচালনা করছেন তিনি। দুঃসময়ে দিয়ে চলছেন সঠিক নেতৃত্ব। তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, সারাবিশ্বে তন্ন তন্ন করে খুঁজে কোথাও তার বিরুদ্ধে দুর্নীতির চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। রাজনৈতিক জিঘাংসা থেকে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, আহমেদ আযম খান প্রমুখ বক্তব্য রাখেন।