পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিভিন্ন থানায় মিছিল করা হয়।
বাড্ডা থানা ও দক্ষিণখান থানা বিএনপির উদ্যোগে মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল করেছেন শ্যামপুর থানা বিএনপির নেতাকর্মীরাও।
এ ছাড়া শাহবাগ, রূপনগর, মোহাম্মদপুর, রামপুরা, কাফরুল, ভাসানটেক ও ক্যান্টনমেন্ট, কলাবাগান, সূত্রাপুর, ওয়ারী, কদমতলী, ডেমরা, হাজারীবাগ, গে-ারিয়া, বংশাল, রমনা, ধানম-ি, যাত্রাবাড়ী, মুগদা, পল্টন, মতিঝিল, সবুজবাগ, কোতোয়ালি, চকবাজার, লালবাগ ও খিলগাঁও থানা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বিক্ষোভ মিছিল করেন।