ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের যেন পুনরাবৃত্তি। ইন্দোরে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করে ১৫০ রানে অলআউট হওয়ার পরই নির্ধারিত হয়ে যায় প্রথম টেস্টের ফল। শেষ পর্যন্ত তিন দিন শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়। এবার গোলাপি বলে ঐতিহাসিক টেস্ট খেলেতে নামার পরও একই ঘটনা ঘটে। গতকাল ইডেন গার্ডেনসে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে যায় ১০৬ রানেই। ভারত ব্যাটিংয়ে নেমে ১৭৪ রান তুলেছে। তবে টস জিতে ব্যাটিং নেওয়ায় খারাপ কিছু দেখছেন না প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। এ জন্য তার কোনো দুঃখও নেই। ম্যাচ শেষে টাইগারদের প্রধান কোচ জানান, ‘এটা আমাদের জন্য ভালো দিন ছিল না। আমরা চিন্তা করেছিলাম ম্যাচ জেতার জন্য আগে ব্যাটিংই একমাত্র উপায়। আপনি যদি এই উপমহাদেশে আসেন ৯৯ শতাংশ ভাগ সময়ই আপনাকে আগে ব্যাটিং করতে হবে। এ জন্য আমাদের কোনো দুঃখ নেই।’
তিনি কথা বলেন মুশফিকের ব্যাটিং অর্ডার নিয়েও। পাঁচ নম্বরে ব্যাটিং করা নিয়ে অনেক প্রশ্ন থাকলেও কোচ জানান, মুশফিক পাঁচেই হ্যাপি। গতকালও একই পজিশনে নেমে তিনি শূন্য রানে সাজঘরে ফিরেছিলেন।