ভূমিধসে প্রাণহানি ৩৮
পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে ভূমিধসে অন্তত ৩৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কয়েকজন। এ ছাড়াও নিখোঁজ রয়েছে ১০ জন। গত বৃহস্পতিবার দেশটির সিবিতোক প্রদেশের ভূমিধসে হতাহত হয় তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটবার্তায় জানানো হয়েছে, ভারী বৃষ্টি আর সিবিতোকের ভূমিধসে হতাহত হয়েছে বেশ কয়েকজন। এএফপি
হোয়াটসঅ্যাপ বন্ধ
একটানা ইন্টারনেটে নিষেধাজ্ঞার কারণে কাশ্মীরিদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে। কাশ্মীরে ইন্টারনেটের ওপর নিষেধাজ্ঞা ইতোমধ্যেই ১২০ দিন পেরিয়ে গেছে। হোয়াটসঅ্যাপের নীতি অনুযায়ী, ১২০ দিন ধরে এই সামাজিক মাধ্যমে কারও অ্যাকাউন্টে কোনো বার্তা আদানপ্রদান বন্ধ থাকলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবার অনেকেই টুইটারে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নেওয়া স্ক্রিনশট পোস্ট করেন। দ্য হিন্দু
আরও এস-৪০০
রাশিয়ার কাছ থেকে আরও এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করবে তুরস্ক। রাশিয়ার একটি সামরিক সহায়তা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের কর্মকর্তারা নতুন চুক্তি স্বাক্ষরের কাজ চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, আগের চুক্তি অনুযায়ী এ বছর রাশিয়ার কাছ থেকে দুটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পেয়েছে তুরস্ক। এ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। ইন্টারফ্যাক্স।