খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ফের নিপাহ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গত ১১ জানুয়ারি গোপালগঞ্জ থেকে আসা রাশিদা নামে এক রোগীকে শনাক্ত করা হয়। এর আগে ২০১৬ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত দুই রোগী হাসপাতালে মারা যান।
রাশিদা খুমেক হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি আছেন। তার বাবা বাবুল হোসেন জানান, বারবার মাত্রাতিরিক্ত জ্বর ও অজ্ঞান হওয়ায় হাসপাতালে নেওয়া হয়।