গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মসূচি কর্মকর্তা মো. আওলাদ হোসেনের বিরুদ্ধে ভুয়া ওয়ারেন্ট কোথা থেকে ইস্যু হয় এবং কারা করেছে তা খুঁজে করতে চার সদস্যের কমিটি গঠন করেছে সিআইডি। সিনিয়র পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিঞার নেতৃত্বে কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত এসএসপি ফারুক আহমেদ, সিআইডির সহকারী সুপার মো. রেজাউল হক ও পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান। গতকাল মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চকে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রপক্ষ। এ পরিপ্রেক্ষিতে আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে ওই দিনই পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষে এ তথ্য আদালতে তুলে ধরেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।