করোনা ভাইরাস প্রতিরোধে বেনাপোল রেলওয়ে চেকপোস্ট
দিয়ে বন্ধন রেলে দুই দেশে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীদের গতকাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এর আগে শুধু সড়কপথে, হেঁটে ও ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো। এতে রেলপথে যাতায়াতকারী যাত্রীদের মাধ্যমে ভাইরাসটি সংক্রমণ ঝুঁকিতে ছিল।
বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, এখন থেকে দেশে করোনা ভাইরাসের শঙ্কা না কাটা পর্যন্ত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা চলমান থাকবে।
বেনাপোল রেলওয়ে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন জানান, গতকাল ৪৯ যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারা সবাই সুস্থ ছিলেন।
উল্লেখ্য, ভ্রমণ, চিকিৎসা ও বাণিজ্যিক কাজে বেনাপোল ইমিগ্রেশন ও রেলওয়ে ইমিগ্রেশন দিয়ে গড়ে প্রতিদিন ৮ থেকে ১০ হাজার যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করেন। এসব যাত্রীর মধ্যে ১২ শতাংশ বিদেশি যাত্রী।