চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে ইতালিতে পৌঁছানোর পর বার্সেলোনা খেলোয়াড়দের করোনা ভাইরাস পরীক্ষা করে দেখা হবে বলে সূত্রের বরাত দিয়ে জানিয়েছে ইএসপিএন এফসি।
ইউরোপিয়ান শীর্ষ প্রতিযোগিতায় শেষ ষোলোর প্রথম লেগে মঙ্গলবার রাতে নাপোলির মুখোমুখি হবেন স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এর একদিন আগে নাপোলসে পৌঁছানোর কথা ন্যুকাম্পের দলটির। ইতালির উত্তরাঞ্চলে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে সিরিএ লিগের বেশ কয়েকটি ম্যাচ স্থগিত করা হয়েছে। সূত্রের উদ্ধৃতি দিয়ে ইএসপিএন এফসি জানায়, দেশটিতে পৌঁছানোর পর বার্সেলোনার খেলোয়াড়দের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হবে, অসুস্থতার লক্ষণ ধরা পড়লে সেখান থেকে সরাসরি নেওয়া হবে হাসপাতালে।