করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাইসাইকেল চালিয়ে প্রচার চালাতে চালাতে ঢাকা থেকে কুড়িগ্রাম এসেছেন কুড়িগ্রামের ছেলে মামুন। গত রবিবার সকালে ঢাকা থেকে রওনা দেন মামুন। বুকে করোনা সতর্কতামূলক প্ল্যাকার্ড ঝুলিয়ে সাইকেল চালিয়ে কুড়িগ্রামে পৌঁছেন মঙ্গলবার সন্ধ্যায়।
কুড়িগ্রাম জিরো পয়েন্ট এলাকায় শহীদ মিনার চত্বরে মামুনের সঙ্গে কথা হলে তিনি জানান, করোনা ভাইরাস থেকে মুক্ত হতে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এই সাইকেল অভিযান চালিয়েছেন। পথে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক বক্তব্যও রেখেছেন।
সাইকেল চালিয়ে বঙ্গবন্ধু সেতু পারাপারে নিষেধাজ্ঞা থাকায় একটি পণ্যবাহী ট্রাকের ওপর সাইকেল তুলে বঙ্গবন্ধু সেতু পার হয়েছেন তিনি।
মামুনের বাড়ি কুড়িগ্রামের নাগেশ^রী উপজেলার রায়গঞ্জ এলাকায়। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।