দুজনের নমুনা সংগ্রহ
নভেল করোনা ভাইরাস শনাক্তের জন্য চট্টগ্রামে মাত্র একশ কিট এসেছে। যা চাহিদার তুলনায় খুবই কম। এ ছাড়া গতকাল বুধবার দুপুরের পর ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) দুজন রোগীর নমুনা সংগ্রহের পর পরীক্ষাও করা হয়।
গতকাল দুপুরে চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহারিয়ার কবীর আমাদের সময়কে বলেন, পরীক্ষামূলক করোনা ভাইরাসের একশ কিট জাতীয়
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে চট্টগ্রামে এসেছে। এ ছাড়া একজন চিকিৎসক ও দুই ল্যাব টেকনিশিয়ান প্রশিক্ষণ নিয়েছেন। প্রাথমিকভাবে তাদের তত্ত্বাবধানে চট্টগ্রামের করোনা ভাইরাস সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এদিকে চট্টগ্রামে বিদেশ ফেরত আটজনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী মিয়া। বর্তমানে বিদেশ ফেরত মোট ৯৬৫ জন হোম কোয়ারেন্টিনে আছেন। তাদের ওপর নজরদারি রয়েছে।