করোনা ভাইরাসের কারণে পৃথিবী থমকে গেছে। বিশ্বজুড়ে খেলাধুলা বন্ধ। ঘরে বসেই সময় কাটছে খেলোয়াড়দের। ইংল্যান্ডেও লকডাউন চলছে। তবে বসে নেই ইংলিশ ক্রিকেট দলের অধিনায়ক জো রুট। ফিটনেস ধরে রাখতে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ইংলিশ নারী দলের অধিনায়ক নাইটও ট্রেনিং চালিয়ে যাচ্ছেন। খেলার মধ্যে না থাকলে ফিটনেস ধরে রাখা জরুরি। তাতে বিরতির পরও স্কিলে ফেরা যায়। করোনা ভাইরাসের কারণে শ্রীলংকা থেকে তড়িঘড়ি করে দেশে ফিরেছিলেন ইংলিশ ক্রিকেটাররা। দেশে ফিরে কিছু অবসর সময় পাওয়ায় লাভই হয়েছে বলে জানান রুট। তার মতে, এ সময়ে ফিটনেস ধরে রাখাটা খুব গুরুত্বপূর্ণ হবে। যাতে করে যখন মাঠে নামব, তখন সেরা ছন্দে ফেরা যাবে। রুট জানান, এমননিতেই সক্রিয় মানুষ তিনি। তার বাচ্চা ছেলে তাকে সব সময় ব্যস্ত রাখে।