করোনা ভাইরাস প্রতিরোধে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার চলতি মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে দেবেন এ তহবিলে। চুক্তির বাইরে যে ১০ ক্রিকেটার গত তিন মাসে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তারাও তাদের বেতনের ৫০ শতাংশ দেবেন। এই মহতী উদ্যোগের অন্যতম উদ্যোক্তা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তবে টাকাটা সরকারের কোন প্রতিষ্ঠানকে দেওয়া হবে তা এখনো ঠিক করা হয়নি। আপাতত তাদের উদ্যোগটা হচ্ছে তহবিলে নিজেদের বেতনের অর্ধেক টাকা দেওয়া। এ ছাড়া ব্যক্তিগত উদ্যোগে গতকাল ঢাকায় ২০০ জন দিনমজুরের মাঝে চাল, ডাল, আলু, লবণ, তেল, সাবান, পেঁয়াজ বিতরণ করেছেন রুবেল হোসেন।
করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্ব ক্রীড়াঙ্গনের বড় বড় তারকা এগিয়ে এসেছেন। তারা করোনা প্রতিরোধে যুদ্ধ ঘোষণা করেছেন। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, শেন ওয়ার্ন, রবি বোপারা, ইব্রাহিমোভিচ, শহিদ আফ্রিদিরা তাদের সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা দিয়েছেন। এবার বাংলাদেশের ক্রিকেটাররাও লড়াইয়ে নামলেন। ২৭ ক্রিকেটারের সহায়তায় ৩১ লাখ টাকার তহবিলের আশা করছেন তামিমরা। তবে করবাবদ বাদ পড়বে ৫ লাখ টাকা। করোনা ইস্যুতে তাই ব্যবহার করা যাবে ২৬ লাখ টাকা। তহবিলে টাকা দেওয়া ক্রিকেটারদের মধ্যে রয়েছেন মুশফিক (৩ লাখ ১০ হাজার), তামিম (৩ লাখ ২৫ হাজার), লিটন (১ লাখ ৩৭ হাজার), মিরাজ (১ লাখ ৩৭ হাজার), তাইজুল (১ লাখ ২৫ হাজার), মিঠুন (১ লাখ), শান্ত (৭৫ হাজার), মুমিনুল (১ লাখ ৬৫ হাজার), নাইম হাসান (৫০ হাজার), আবু জায়েদ (৫০ হাজার), ইবাদত হোসেন (৫০ হাজার), মাহমুদউল্লাহ (২ লাখ ১৫ হাজার), সৌম্য সরকার (১ লাখ ৫০ হাজার), মোস্তাফিজ (১ লাখ ৫০ হাজার), সাইফউদ্দিন (৭৫ হাজার), আফিফ হোসেন (৫০ হাজার), নাইম শেখ (৫০ হাজার), শফিউল ইসলাম (১ লাখ ৫০ হাজার), মাশরাফি মোর্ত্তজা (২ লাখ ২৫ হাজার), আল-আমিন (৭৫ হাজার), মেহেদী হাসান (৫০ হাজার), হাসান মাহমুদ (৫০ হাজার), সাইফ হাসান (৫০ হাজার), ইয়াসির আলি (৫০ হাজার), তাসকিন আহমেদ (৫০ হাজার), নাসুম আহমেদ (৫০ হাজার), আমিনুল ইসলাম বিপ্লব (৫০ হাজার)।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই যতটা ব্যাপক, এ অর্থ হয়তো খুব বড় অঙ্ক নয়। তবে বিন্দু বিন্দু জল মিলেই হয়ে ওঠে মহাসাগর। আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে চেষ্টা করি, যত ছোট অবদানই হোক, সবাই মিলে সেটিই বড় হয়ে উঠবে। চারপাশের সবার সমালোচনায় মেতে না থেকে আমরা যদি নিজেরা দায়িত্ব নেই ও নিজেদের সাধ্যমতো অবদান রাখি, তা হলেই করোনা ভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে আমাদের জয় সম্ভব। সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন।’ মুশফিকুর রহিম লিখেছেন, ‘আমরা ক্রিকেটাররা একটা উদ্যোগ নিতে যাচ্ছি, যেটি হয়তো অনুপ্রাণিত করতে পারে আপনাদেরও। আমরা এ মাসের বেতনের ৫০ শতাংশ দিয়ে একটা তহবিল গঠন করেছি। এ তহবিল ব্যয় হবে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত ও সাধারণ মানুষ যাদের গৃহবন্দি থাকা অবস্থায় জীবন চালিয়ে নিতে অনেক কষ্ট হয়...।’