করোনা ভাইরাসের কারণে লকডাউন হয়ে যাচ্ছে শহর-বন্দর-গঞ্জ। বড় সংকট এখন। খেটে খাওয়া মানুষের জন্য আরও কঠিন সময়। তাদের আয় রোজগার বন্ধ হয়ে যাচ্ছে। এমন দুঃসময়ে অসহায় মানুষদের পাশে এক মহৎ উদ্যোগ নিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা।
নিজেদের বেতনের অর্ধেক টাকা দিয়ে গঠন করছেন তহবিল। এ সঙ্গে যুক্ত আছেন ওপেনার লিটন দাসও। তার স্ত্রী সঞ্চিতাও বসে নেই। নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।
মহতী এ উদ্যোগের খবর ফেসবুকের পেজে নিজেই দিয়েছেন লিটনের স্ত্রী সঞ্চিতা। কিছু খাবারের প্যাকেট করা ছবি পোস্ট করে তিনি ফেসবুক পেজে লেখেন, ‘এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য আমার নেই। সাহায্য করারও কেউ নেই। শেষ মুহূর্তে আমরা যতটুকু পেরেছি কেনার চেষ্টা করেছি। কাজটা ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এখন ঘরে নিজেকে আটকে (কোয়ারেন্টিন) রাখার সময়। দয়া করে অন্যদের সাহায্য করতে যা যা সম্ভব করুন। আপনার এ সাহায্য বাকিদের জীবনে আশীর্বাদ বয়ে আনুক।’
লিটনকে ধন্যবাদ জানিয়ে সঞ্চিতা লেখেন, ‘লিটন দাস, এ সংকটময় মুহূর্তে তুমি আমাকে যেভাবে সাহায্য করেছ, তা কখনো ভুলব না। ধন্যবাদ।’