মানুষের মন ভালো থাকলেও গান শোনে, মন খারাপ থাকলেও। গান শুনে মানুষ হারিয়ে যায় দূর অজানায়। মনের কোণে অজান্তেই বেজে ওঠে প্রিয় কোনো সুর প্রিয় গানের কথা। ভেসে ওঠে প্রিয় শিল্পীর মুখ। আমাদের অজানা অনুভূতির চাওয়াই হচ্ছে গান। অফুরন্ত অবসরের সঙ্গীও গান।
প্রিয় শিল্পীর প্রিয় পাঁচ গান নিয়েই ধারাবাহিক এ আয়োজন। আজকের প্রিয় শিল্পী সুবীর নন্দী। যার অগণিত গান মানুষের হৃদয়ে দাগ কেটে আছে। অনেক গান হয়েছে কালজয়ী। সুবীর নন্দীর গাওয়া শ্রোতাদের ভালোলাগার তেমনি পাঁচটি গান হলোÑ ১. ‘বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি, আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই...। চমৎকার কথার এ গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু। সুর করেছেন দেবু ভট্টাচার্য্য। ২. বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম...। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় গানটির সুর করেছেন সত্য সাহা। ৩. দিন যায় কথা থাকে, সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাবার আগে ভাবলো না...। এই গানটির কথা ও সুর করেছেন খান আতাউর রহমান। ৪. কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে...। নজরুল ইসলাম বাবুর কথায় গানটির সুর করেছেন আলী হোসাইন। ৫. পাখিরে তুই দূরে থাকলে...। আমির আলীর কথায় গানটির সুর করেছেন খান আতাউর রহমান।