advertisement
advertisement

আরব আমিরাতে করা হবে স্প্রে, নাগরিকদের ঘরে থাকার কড়া নির্দেশ

মুহাম্মদ মোরশেদ আলম,ইউএই
২৬ মার্চ ২০২০ ১৯:০৬ | আপডেট: ২৬ মার্চ ২০২০ ১৯:০৬
advertisement

সংযুক্ত আরব আমিরাতে নাগরিকদের আজ বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা থেকে আগামী রোববার পর্যন্ত জ নিজ ঘরে অবস্থানের ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

আমিরাতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের মূখপাত্র ডা. ফরিদা আল হোসানী স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেন।

ডা. ফরিদা বলেন, ‘আজ রাত ৮ টায় সারাদেশে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক স্প্রে করা হবে। এ সময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে।’

তিনি জানান, কেবল খাবার বা ওষুধের প্রয়োজন ছাড়া অন্য কোনো কারণে নাগরিকরা ঘরের বাহির হতে পারবেন না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসন নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। এক্ষেত্রে যাদের বাহিরে পাওয়া যাবে সবার ওয়ার্ক পার্মিট পরীক্ষা করে দেখা হবে।

নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাহিরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে বলেও ডাক্তার ফরিদা উল্লেখ করেন।

 

advertisement