advertisement
advertisement

কুষ্টিয়ার সেই শিশুটি করোনা আক্রান্ত নয়

চৌগাছায় ৫ বাড়ি লকডাউন

নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া ও চৌগাছা প্রতিনিধি
৩০ মার্চ ২০২০ ০০:০০ | আপডেট: ৩০ মার্চ ২০২০ ০০:০৯
advertisement

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া সাত মাসের সেই শিশুর শরীরে করোনা ভাইরাস সংক্রমণ ঘটেনি। আইইডিসিআর থেকে রক্ত পরীক্ষার ফলাফল পাওয়ার পর গতকাল রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলাম। ওই শিশুর সঙ্গে থাকা আরও এক নারীর রক্তের নমুনা পরীক্ষায় ফল নেগেটিভ পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ২৩ মার্চ শিশু ওয়ার্ডে ভর্তিকৃত শিশুটিকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। জ্বর, সর্দি-কাশির উপসর্গ থাকায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে নিউমোনিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু ভর্তির সময় শিশুটির পরিবার কেস হিস্ট্রি গোপন করেছিল। পরে জানা যায়, শিশুর পিতা সিঙ্গাপুরপ্রবাসী এবং গত ৯ মার্চ তিনি দেশে ফিরে পরিবারের সঙ্গে শহরের নিজ বাড়িতে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন। চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে শিশুটিকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন। এ ছাড়া শিশুর পিতা-মাতাসহ ওই পরিবারের পাঁচ সদস্যকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বাড়িটি লকডাউন করা হয়।

advertisement