advertisement
advertisement

ভালো আছেন লিটনপতœী

ক্রীড়া প্রতিবেদক
৩১ মার্চ ২০২০ ০০:০০ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ০০:৩৩
advertisement

অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শিকার হয়েছিলেন তিনি। তবে মুঠোফোনে লিটন দাস জানিয়েছেন, তার স্ত্রী এখন ভালো আছে।

ঘটনাটা ২৭ মার্চের। নিজেদের বাসার রান্নাঘরে চা বানানোর জন্য চুলা জ্বালানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে সঞ্চিতার ডান হাত এবং মাথার প্রায় সব চুল পুড়ে গেছে। লিটন পতœী ফেসবুকে ঘটনার ভয়াবহতা উল্লেখ করে লিখেছেন, আমি আমার অনুভূতি প্রকাশ করতে পারব না। এটা আমার পক্ষে ভালো ও সহজ হবে না। কারণ মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি। আমি হাত দিয়ে মুখ না ঢাকলে হয়তো পুরো মুখই পুড়ে যেত। এটা খুবই কষ্টদায়ক কিন্তু আমি সুস্থ হয়ে ফিরতে পারব। যদি মুখে আগুন লেগে যেত, জানি না কী হতো। সুতরাং সিলিন্ডার ব্যবহার করার সময় সবাই সাবধান এবং আমার জন্য দোয়া করবেন।’ তিনি আরও লিখেছেন, ‘পরশুদিন (শুক্রবার) চা বানানোর জন্য আমি রান্নাঘরে যাই। চুলা জ্বালানোর গ্যাস চালু করলে প্রথমে সেটি না জ্বলে উল্টো নিভে যায়। আমি আবার চেষ্টা করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। তখন খুবই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল। এর পর ঘুরে রান্নাঘর থেকে বের হওয়ার সময় আমার সব চুলে আগুন ধরে যায়। কোনোমতে সেখান থেকে বেরিয়ে আসি আমি।’

advertisement