advertisement
advertisement

শতবর্ষীর করোনা জয়

আমাদের সময় ডেস্ক
৩১ মার্চ ২০২০ ০০:০০ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ০০:৩৩
advertisement

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে বাড়ছে মৃতের সংখ্যা। আক্রান্ত হচ্ছে লাখ লাখ মানুষ। সারা পৃথিবীতে করোনার ফলে বয়স্ক মানুষই বেশি মারা যাচ্ছেন। এমন অবস্থায় ইতালির রিমিনি শহরে করোনাকে হারিয়ে জীবনযুদ্ধে জয়ী হয়েছেন ১০১ বছরের এক বৃদ্ধ। আর এই ঘটনা আশার সঞ্চার করেছে অনেক মানুষের

মনে।

ঘটনাটি ইতালির রিমিনি শহরের। সেখানকার ডেপুটি মেয়র গ্লোরিয়া সিলি বলেন, গত সপ্তাহে ওই বৃদ্ধের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। এর পর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তার বয়সের জন্য চিকিৎসকরা বেশ ঘাবড়ে যান। পরে চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় আস্তে আস্তে সুস্থ হতে থাকেন তিনি। আর ঠিক এই সপ্তাহ বাদেই পরীক্ষা করে দেখা যায় করোনা থেকে মুক্তি পেয়েছেন তিনি।

তিনি বলেন, এ ঘটনা আমাদের সবার মনে আশার আলো জ্বালিয়েছে। ১০০ বছরের বেশি বয়সেও যদি কেউ সুস্থ হতে পারেন, তা হলে আমরাও পারব। লড়াই করলে যে এই অসম যুদ্ধে জয়ী হওয়া যাবে তা প্রমাণ করতে পেরেছেন ওই মানুষটি। গত বুধবার রাতে পরিবারের মানুষজন তাকে বাড়ি নিয়ে গেছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

advertisement