advertisement
advertisement

কিশোরগঞ্জের চিকিৎসকদের জন্য পাপনের ১০০ পিপিই

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩১ মার্চ ২০২০ ০০:০০ | আপডেট: ৩১ মার্চ ২০২০ ০০:৩৮
advertisement

করোনা ভাইরাস মোকাবিলায় নিজ জেলার চিকিৎসকদের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছেন বিসিবির সভাপতি ও বেক্সিমকোর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হাসান পাপন এমপি। কিশোরগঞ্জের ডাক্তারদের সুরক্ষার জন্য ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দেন তিনি। কালেক্টরেটের সামনে গতকাল সোমবার সকালে নাজমুল হাসান পাপনের পক্ষে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী কাছে এসব সামগ্রী তুলে দেন বেক্সিমকো ফার্মাসিটিক্যালের সিনিয়র আঞ্চলিক বিক্রয় নির্বাহী মো. ওবায়দুর রহমান ভূইয়া। এর মধ্যে রয়েছে ১০০ পিস পোশাক, ২০১০ পিস মাস্ক, ২০০ পিস হ্যান্ডগ্লাভস ও ২৫টি গগলস।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমানসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী জানান, কিশোরগঞ্জ-৬ আসনের এমপি নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত উদ্যোগে এসব স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ মুহূর্তে ডাক্তারদের জরুরি সুরক্ষা প্রয়োজন। এ জন্য এগুলো ডাক্তারদের ব্যবহারের জন্য সিভিল সার্জনকে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান বলেন, স্বাস্থ্য সুরক্ষা উপকরণগুলো আমাদের চিকিৎসকদের মধ্যে দেওয়া হবে।

advertisement