advertisement
advertisement

সরকারের কর্মসূচি পর্যাপ্ত নয়

নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল ২০২০ ০০:০০ | আপডেট: ১ এপ্রিল ২০২০ ০০:২০
advertisement

করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে সরকার হতদরিদ্রদের সহায়তায় বিভিন্ন কর্মসূচি নিলেও তা অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। সেজন্য এমন পরিস্থিতিতে বিত্তবানদের সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় এই উপনেতা। গতকাল জাপার

ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

জিএম কাদের বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক বিচ্ছিন্নতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের খেটে খাওয়া মানুষ। হতদরিদ্রদের সহায়তায় সরকারের বিভিন্ন কর্মসূচি অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত নয়। আবার অনেক শ্রেণির মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বৈশ্বিক এমন বিপর্যয়ে দেশের প্রতিটি মানুষের মাঝে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। মানুষের সংহতি, ভ্রাতৃত্ব ও মমত্ববোধ অর্থনৈতিক দুরবস্থা থেকে মুক্তি দিতে পারে দারিদ্র্যপীড়িতদের।

স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অসচ্ছল মানুষদের খাদ্যদ্রব্য বিতরণে সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান জিএম কাদের। পাশাপাশি হতদরিদ্রদের সাধ্যমতো সহায়তা করতে দলীয় নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানান তিনি।

advertisement